শ্রীউলায় উদারতা যুব ফাউন্ডেশনের এডাব্লুইউসি স্মৃতি বৃত্তি প্রদান

শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি \ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ের ৫০জন শিক্ষার্থীর মাঝে এডাব্লুইউসি স্মৃতি বৃত্তি প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অবসরপ্রাপ্ত অধ্যাক্ষ বীর মুক্তিযোদ্ধা এএসএম আব্দুল অহিদের সভাপতিত্বে আলোচনা সভায় অথিতি ছিলেন নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক শাহীনুল হক, শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপু। এসময় মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি আরশাদ আলীী, সাবেক প্রধান শিক্ষক অজিয়ার রহমান, মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু সাঈদ, শিক্ষক আবু হাসান, নীলিমা জিসান, মিলন হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *