স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন উদারতার সার্বিক ব্যবস্থাপনায় আশাশুনি উপজেলার একাদশ শ্রেণীর দশ জন মেধাবী শিক্ষার্থী পেল উদারতার এএমএফ শিক্ষাবৃত্তি। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান দীপংকর বাছাড়। তিনি তার বক্তব্যে বলেন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ উপকূলের বিশেষ করে মেয়েদের মাধ্যমিক স্তরের পরে পড়ালেখা করা চ্যালেঞ্জের তোমাদের নিয়ে যে স্বপ্ন উদারতা দেখছে তোমরা সেটা বৃথা যেতে দিও না।
সম্মানিত অতিথির বক্তব্যে উপজেলা সহঃকারী শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির পল্টু বলেন, উদারতা উপকূলের শিক্ষা প্রসার এ যে ভ‚মিকা রাখছে উপক‚ল থেকে উদারতা আগামী দিন আমাদের অনেক উজ্জ্বল নক্ষত্র উপহার দিবে। আরো বক্তব্য রাখেন মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হাসান।
বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী সালেহা তাসনিম সমাপ্তি বলেন, উদারতা যে আমাদের উপকার করছে আমাদের বাবা মা স্বপ্ন দেখছে আমাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার। আরো উপস্থিত ছিলেন সংগঠনের কামাল, আলামিন, মোহায়মিনুল, ইকরামুল, সেলিম, হেনা, শাওন, নজরুল, হারুন প্রমুখ। উদারতার শিক্ষা বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন রাসেল এর সার্বিক ব্যবস্থ্পনায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান নীলিমা জিসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের পরিচালক শিমুল আহম্মেদ।