উদারতার নানা আয়োজনে সুন্দরবন দিবস পালিত

“বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে “সুন্দরবন দিবস ২০২৫” উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেল ৪টায় সংগঠনটির প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা ও মানববন্ধনের আয়োজন করা হয়।মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে সুন্দরবন রক্ষার দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড তুলে ধরেন। তাদের দাবি, জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাংলাদেশকে রক্ষা করতে সুন্দরবনের টিকে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা সুন্দরবনকে রাষ্ট্রীয়ভাবে বিশেষ স্বীকৃতি দেওয়ার পাশাপাশি বনাঞ্চল সংরক্ষণের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, সুন্দরবন শুধু আমাদের দেশের গর্ব নয়, এটি আমাদের প্রাণ।

এটি ধ্বংস হলে আমাদের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দরবনকে বাঁচাতে হবে। এটি শুধু বনের প্রাণীদের জন্য নয়, বরং সমগ্র বাংলাদেশের জন্য এক প্রাকৃতিক ঢাল।

সুন্দরবন রক্ষার আন্দোলন কেবল একটি দিনের জন্য সীমাবদ্ধ নয়। ভবিষ্যতেও জনসচেতনতা বাড়াতে নানা কর্মসূচি হাতে নেওয়া হবে। সংগঠনটি পরিবেশ সংরক্ষণে যুবসমাজকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানায়। বক্তারা সরকারের প্রতি অনুরোধ জানান, যেন অবৈধ দখল, বননিধন ও শিল্পায়নের কারণে সুন্দরবনের ক্ষতি বন্ধ করা হয়।

পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি বন সংরক্ষণে কঠোর আইন প্রণয়নের দাবি ওঠে এই আয়োজনে। সুন্দরবন শুধু একটি বন নয়, এটি আমাদের বেঁচে থাকার অন্যতম প্রধান রক্ষাকবচ। একে বাঁচাতে হলে এখনই সচেতনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে-এমনটাই বার্তা দিয়ে শেষ হয় এই আয়োজন। মানববন্ধনে উপস্থিত ছিলেন দেলোয়ার, স্বাধীন, মইনুর, সুমাইয়া, মেহেদী, ফেরদৌসসহ প্রমুখ।

নিউজ লিংক-  আমার সময়, জন্মভূমিপত্রদূত

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *