স্বেচ্ছাসেবী সংগঠন উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে আশাশুনির মাড়িয়ালাতে দুই শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় হতে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। সংগঠনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেন। প্রধান অতিথি তার স্বাগতে বক্তব্যে বলেন , সমাজের অসহায় ও শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব। অসহায়দের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমেই রচিত হবে মানবিক সেতুবন্ধন। আমাদের সামান্য সহযোগিতা তাদের জীবনে এনে দিতে পারে এক টুকরো সুখ। নতুন উষ্ণ শীতবস্ত্র পেয়ে শীতার্তদের মুখে হাসি ফোঁটে । আল – আমিনের পরিচালনায় শীতবস্ত্র বিতরন কার্যক্রমে উপস্থিত ছিলেন রোকন, হাসিব,নজরুল, মইনুর , আলামিন, মোস্তাফিজ, হাবিব, শাওন, দেলোয়ার, রহমত , সেলিম, আছিয়া, সুমাইয়া প্রমুখ। সমগ্র শীতবস্ত্র কার্যক্রম এর সভাপতিত্ব করেন মহাইমিনুল ইসলাম।
নিউজ লিংক- বর্তমান সাতক্ষীরা