আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে স্বেচ্ছাসেবী সংগঠন উদারতার ব্যবস্থাপনায় ৯ম উদারতা দিবস পালন করা হয়েছে। মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বেলা ১১টায় দিবস পালন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এনজিও উদারতার চেয়ারম্যান নীলিমা জিসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় দীপু। প্রধান বক্তা ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ইদ্রিস আলী।
বক্তারা বলেন, উদারতা সংগঠনটি শিক্ষা ক্ষেত্রে যে অবদান রেখে চলেছে সেটি উপকূলবাসীর জন্য বড় পাওয়া। উদারতা শিক্ষাবৃত্তি উপকূলের প্রতিটি মানুষের কাছে যেমন আশির্বাদ স্বরূপ, তেমনি অনাগ্রহসর উপকূলীয় জনগোষ্ঠীর জন্য শিক্ষা সহায়ক কার্যক্রম। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মোসলেম আলী, হুমায়ুন কবির, আবু সাঈদ, আইরিন সুলতানা, সাংবাদিক কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক শিমুল আহমেদ। সংগঠনের দপ্তর সম্পাদক আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অর্ধশতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। সন্ধ্যায় কফিভিলে ও প্রিয়াংকা নীট গার্মেন্টসের সৌজন্যে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় গান পরিবেশন করেন সাতক্ষীরা ও খুলনার শিল্পীবৃন্দ।
Source