উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে ১০ম বার্ষিক আলোচনা সভা ২৫শে জানুয়ারি শনিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সকল স্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন জনাব আল-আমিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু-তাহের। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক জনাব জুবায়ের আহম্মেদ শিমুল।প্রধান অতিথির বক্তব্যে তিনি সংগঠনের দীর্ঘ এক দশকের সফলতার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “উদারতা যুব ফাউন্ডেশন সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং ভবিষ্যতে আরও ব্যাপক কার্যক্রম পরিচালনা করবে।”দপ্তর সম্পাদক সোহেল হোসেন গত বার্ষিক সভার কার্যবিবরনী পাঠ করেন কোন সংশোধনী না থাকায় সর্বসম্মতিক্রমে অনুমোদন প্রদান করা হয়।সভায় বক্তারা ফাউন্ডেশনের সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড, বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দুর্যোগ মোকাবিলায় সংগঠনের ভূমিকার প্রশংসা করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথিরা সংগঠনের বিভিন্ন সদস্যদের কৃতিত্বের স্বীকৃতি প্রদান করেন এবং নতুন সদস্যদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।অর্থসম্পাদক দেলোয়ার হোসেন সংগঠনের বার্ষিক হিসাব উপস্থাপন করেন । অন্যান্যদের ভিতরে উপস্থিত ছিলেন রোকন, মোস্তাফিজ,আলআমিন, সোহেল, আছিয়া, হাবিব, সুমাইয়া ,রুহান প্রমুখঅনুষ্ঠানের শেষে আলোচনা ও মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে আগত সদস্যরা তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন। সভাটি সফলভাবে সম্পন্ন হয় এবং আগামীর লক্ষ্যের জন্য সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
নিউজ লিংক – সাতক্ষীরা নিউজ , পত্রদূত