আশাশুনির মাড়িয়ালায় উদারতা যুব ফাউন্ডেশন-এর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন উদারতার নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল। সভাপতিত্ব করেন প্রশাসনিক কর্মকর্তা আল-আমিন এবং পরিচালনায় ছিলেন সাংগঠনিক কর্মকর্তা আবু তাহের। ক্যাম্পে তিন শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা পরামর্শ দেন মেডিসিন, ব্যথা, ডায়াবেটিস ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মোঃ আমিনুর রহমান এবং গাইনী, প্রসূতি, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. শারমিন সুলতানা । এ সময় উপস্থিত ছিলেন ফ্যামিলি হেলথ কেয়ারের সহকারী পরিচালক সোহাগ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা রাশেদুজ্জামান। অন্যান্যদের ভিতরে উপস্থিত ছিলেন হারান, আল-আমিন, স্বাধীন, সুমাইয়া, আছিয়া, মইনুর, আরিফ, হাবিব, সোহেল, দেলোয়ার, রোকন , মোস্তাফিজ সহ আরও অনেকে।নির্বাহী প্রধান জানায়, ভবিষ্যতেও সুবিধাবঞ্চিতদের জন্য এ ধরনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যাবো। মেডিকেল ক্যাম্পটির বাস্তবায়নে ছিলেন ফ্যামিলি হেলথ কেয়ার সার্ভিসেস।
নিউজ লিংক- পত্রদূত, দ্যা এডিটরস, দৃষ্টিপাত, সাতক্ষীরার সকাল, কলারোয়া নিউজ , বর্তমান সাতক্ষীরা